আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে প্রতিষ্ঠিত রেস্টুরেন্টেগুলো ইফতার সামগ্রী বিক্রয় করতে পারবেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে প্রতিষ্ঠিত রেস্টুরেন্টেগুলো ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন।
তবে কেউ ফুটপাতে কোনও ধরনের ইফতারির পসরা বসিয়ে বিক্রয় করতে পারবেন না।সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নতুন এ নির্দেশনার কথা জানায়।
ডিএমপির মুখপাত্র জানান, ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁগুলো ২৮ এপ্রিল, মঙ্গলবার থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন।তবে কেউ ফুটপাতে কোনও ধরনের ইফতারির পসরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না। ডিএমপি আরও জানায়, প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁ থেকে নগরবাসী ইফতার কিনতে পারবেন।তবে রেস্টুরেন্ট/রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না।ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট উদ্ভূত এ সঙ্কট মোকাবিলায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।